The most important thing in the world is family and love.
নিজের অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও একটি পরিবারের গুরুত্বপূর্ণ
ব্যাক্তিদের সিদ্ধান্তের কারণে অকালেই ঝরে যায় অনেক প্রতিভা অথবা হয়ে যায়
জুতা বানানোর কারিগর।
কিন্তু না পরিবার ঠিক রেখেই নিজের ইচ্ছেকে বিকশিত করার এক অপূর্ব গল্প নিয়ে তৈরি হয়েছে coco.
২০১৭ সালের সেরা এ্যানিমেশন মুভি হিসেবে ইতোমধ্যে তকমা লেগে গেছে। গোল্ডেন গ্লোব জয় করে এখন অপেক্ষা করছে অস্কার জয়ের। এছাড়া IMDB এর সেরা ২৫০ মুভি লিস্টের মধ্যে ৪৯তম স্থানে অবস্থান করছে।
মুভিটি দেখার সময় ২বার চোখে পানি চলে আসছিলো। আসলে এই ধরনের মুভি একমাত্র Pixer আর Disney এর পক্ষেই সম্ভব। Family Bonding যে কত বড় জিনিস তা পরিচালক তার নিপুন হাতে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।মানুষের মৃত্যু দুইবার। একবার ইহজগতে আরেকবার পরজগতে মানুষ যতদিন তাকে মনে রাখে। এই ব্যাপারগুলো আসলেই ভাবিয়ে তোলে।
সুতরাং coco দেখে না থাকলে এক্ষুনি দেখে ফেলুন মন দাগ কাটার মতো এই মুভিটি।
কিন্তু না পরিবার ঠিক রেখেই নিজের ইচ্ছেকে বিকশিত করার এক অপূর্ব গল্প নিয়ে তৈরি হয়েছে coco.
২০১৭ সালের সেরা এ্যানিমেশন মুভি হিসেবে ইতোমধ্যে তকমা লেগে গেছে। গোল্ডেন গ্লোব জয় করে এখন অপেক্ষা করছে অস্কার জয়ের। এছাড়া IMDB এর সেরা ২৫০ মুভি লিস্টের মধ্যে ৪৯তম স্থানে অবস্থান করছে।
মুভিটি দেখার সময় ২বার চোখে পানি চলে আসছিলো। আসলে এই ধরনের মুভি একমাত্র Pixer আর Disney এর পক্ষেই সম্ভব। Family Bonding যে কত বড় জিনিস তা পরিচালক তার নিপুন হাতে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।মানুষের মৃত্যু দুইবার। একবার ইহজগতে আরেকবার পরজগতে মানুষ যতদিন তাকে মনে রাখে। এই ব্যাপারগুলো আসলেই ভাবিয়ে তোলে।
সুতরাং coco দেখে না থাকলে এক্ষুনি দেখে ফেলুন মন দাগ কাটার মতো এই মুভিটি।
0 comments: